বিজয়ের ৫১ বছরের দোরগোড়ায় আজ বাংলাদেশ। লাখো শহীদের প্রানের বিনিময়ে অর্জিত এই ভূখন্ড, আমাদের প্রানের বাংলাদেশ। উন্নতির শিখরে দেশ এগিয়ে যাgচ্ছে আর তার সাথে এগিয়ে যাচ্ছে বিবাইক।
বিজয়ের এই আনন্দের ক্ষনে বিবাইক তার একটি বছর অতিক্রম করেছে। ২০২০ এর এই দিনেই বিজয়ের উল্লাসে বিবাইক তার যাত্রা শুরু করেছিল। সেই যাত্রায় আমাদের গ্রাহকদের ভালোবাসায় আমরা শিক্ত। ২০২০ এর ডিসেম্বরের ১৬ তারিখ বিবাইক মাত্র ১৬ টি বাইক নিয়ে কক্সবাজারে তার যাত্রা শুরু করে। সেখানে বিপুল সংখ্যক গ্রাহকের সাড়া পেয়ে বিবাইক এই রেন্টাল প্লাটফর্মকে আরও বিস্তৃত করার পথে আগায়। এরপর কুমিল্লা এবং ঢাকায় এর বিস্তৃতি আর জনপ্রিয়তা আরও বাড়ে। টুরিস্ট, ডেলিভারিম্যান, কমার্শিয়াল মানুষদের মাঝে বিবাইক ছড়িয়ে দিয়েছে তার গতি। একবছরের এই অকৃত্রিম ভালোবাসা আর বিশ্বাসকে সামনে নিয়ে বিবাইক প্রতি মূহুর্তে পাড়ি দিচ্ছে দুর্বার পথ। আর এই সফলতা বিবাইক উৎসর্গ করছে তার প্রতিটি গ্রাহক, বিনিয়োগকারী, কর্মকর্তা এবং কর্মচারীকে।
সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিবাইকের সাথেই থাকুন নিরন্তন।