Categories
Uncategorized

নতুন অচেনা জায়গায় ঘোরা,নতুন খাবার খাওয়া

নতুন অচেনা জায়গায় ঘোরা,নতুন খাবার খাওয়া, নতুন মানুষ চেনার সাথে স্মৃতি তৈরি করা- এসবই আপনার ভ্রমণকে করে রাখবে স্মরণীয়। কিন্তু পায়ে হেটে আর কতই বা ঘোরা যায়? আর জায়গাটা যদি হয় কক্সবাজার, তাহলে তো হাটার কথা ভুলেই যান। গাড়ি নিয়ে যেতে পারেন, কিন্তু তার খরচ তো অনেক! আর বন্ধ দরজার পেছনে কি ঘোরাঘুরি চলে! এজন্য সবচেয়ে ভালো হয় মোটর বাইক জোগাড় করলে। ভ্রমণ যেমন হবে সহজ আর সাশ্রয়ী, ঠিক তেমনিভাবে সবকিছু কাছ থেকেই দেখতে পারবেন। কিন্তু কক্সবাজারে ঘুরতে এসে বাইক খুঁজবেন কোথায়?এই সমস্যার কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে bBike সার্ভিসটি। bBike এর মাধ্যমে অতি সহজেই আপনার মোবাইলের সাহায্যে মোটর বাইক খুঁজে পাবেন। ব্যবহারে সহজ আর সাশ্রয়ী এই সেবা নিতে আজই ডাউনলোড করুন bBike এপটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *