কক্সবাজার থেকে আশেপাশের স্পটগুলো ঘুরে দেখার জন্য বিবাইকের সকল সার্ভিস চালু আছে। কক্সবাজারের অন্যতম সুন্দর একটি স্পট হচ্ছে হিমছড়ি। প্রকৃতির লীলাভূমি হিমছড়ি যতই না সুন্দর তার চেয়েও বেশি মনরোম হিমছড়ি যেতে পথে দৃশ্যমান পাহাড় আর সাগরের রসায়ন। কক্সবাজার থেকে দক্ষিন দিকে এর অবস্থান। বিবাইকের হাব থেকে এ্যাপের মাধ্যমে বাইকটি নেওয়ার পর হিমছড়ির উদ্দেশ্যে কক্সবাজারের দক্ষিণ দিকের মেরিন ড্রাইভ রোড দিয়ে হিমছড়ি যাওয়া যায়। একপাশে সাগর আর একপাশে পাহাড়ের মাঝে চলে যাওয়া মেরিন ড্রাইভ রোড থেকে দৃশ্যগুলো আরও অনেক সুন্দর ও নান্দনিক। এভাবে কক্সবাজার থেকে ১০ কি.মি. দূরে হিমছড়ি পয়েন্টের অবস্থান। সেখানে পার্কিং এ আপনার বাইক রেখে আপন ঘুরে আসতে পারেন হিমছড়ি পাহাড় যেখান থেকে দেখা সাগরের পানির পরিবর্তনের ঢেউ। আজই আপনার প্রিয়জনের সাথে চলে আসুন এই সৌন্দর্যমন্ডিত কক্সবাজারে। আর আপনার যাত্রাকে সুন্দর করতে বিবাইক আপনার অপেক্ষায় আছে।
Categories